বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ছোট সিঙ্গিয়া ও ধনতলা ইউনিয়নের বোয়ালি মোড় বাজার এলাকা থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল ও নগদ ২১০০ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
আরও পড়ুন: সঙ্কট সৃষ্টির গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে
সোমবার (২২ আগস্ট) ভোর ৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উল্লেখিত মালামাল উদ্ধার করে।
জানা যায়, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা হতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা এলাকায় ২ ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে মাদক নিয়ে আসছিল। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পুলিশ ধনতলা ইউনিয়নের বোয়ালিমোড় বাজার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা মিল চাতাল সংলগ্ন এলাকায় ৯৩ বোতল ফেনসিডিল, একটি হোন্ডা মোটরসাইকেল ও নগদ ২ হাজার ১০০ টাকাসহ আটক করে। পরে আটককৃত আমানুল্লাহ আমানের তথ্যের ভিত্তিতে তার নিজ ঘরের নিচ থেকে আরও ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ লাহিড়ী ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত সফিকুল ইসলাম ছেলে আমানুল্লাহ আমান (৩৮) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সাবুল হককে (৩৭) আটক করা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সান নিউজ/কেএমএল