নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলে আকস্মিকভাবে পদ্মার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও আঞ্চলিক সড়ক পানিতে ডুবে গেছে।
চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। মানুষের এই দু:সময়ে এগিয়ে এসেছেন সদর উপজেলা প্রশাসন ও দুইটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার চরমাধবদিয়া, নর্থচ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণে সহযোগিতা করেন তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়া ও ইউ কেয়ার।
তিনটি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯০০ পরিবারের মাঝে দশ কেজি চাউল, চিড়া, বিস্কুট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহায়তা দেওয়া হয়।
সান নিউজ/ এআর