আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে নির্মাণ কাজের পাম্পে তারে বিদ্যুৎস্পর্শে হিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ঢাকা-গুয়াংজু রুটে বিমান চলাচল শুরু
বুধবার (১৭ আগস্ট) বিকেলে সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নে আরাজী সরমজামী এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত হিয়া ওই এলাকার মোঃ নুরুজ্জামান শাহ্ এর মেয়ে।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় চড়াইখোলা ইউনিয়ন পরিষদের এলজিএসপি বরাদ্দ থেকে পুকুরের পাড়ে গাইড ওয়াল নির্মাণ কাজ চলছিল। নির্মাণ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সেচ পাম্পের কারেন্টের তার ছেঁড়া থাকায় রাস্তার পাশের টিনের বেড়ার সংস্পর্শে এসে টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়।
আরও পড়ুন : কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে
এ সময় হিয়া রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পর্শে সেখানেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা।
সান নিউজ/এইচএন