নিনা আফরিন (পটুয়াখালী): সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ। ২০০৫ সালের ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় জেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর শহরের নিউ মার্কেট চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
আরও পড়ুন: জেএমবির সিরিজ বোমা হামলা ১৭ বছরেও বিচার শেষ হয়নি
পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি লঞ্চঘাট এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বক্তারা সিরিজ বোমা হামালাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। আর এতে প্রশাসন ব্যর্থ হলে তারা সেপ্টেম্বর মাস থেকে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান নেতারা।
সান নিউজ/এসআই