ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নের বারাপৈল গ্রামের সিজিল মিয়া ও ধন মিয়ার বিরুদ্ধে বিদেশে নারী শ্রমিক পাঠিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ১৪ আগষ্ট তারিখে হবিগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হবিগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী তাছলিমা বিবি।
আরও পড়ুন: রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব
সূত্রে জানা যায়, বিদেশে লোক পাঠানোর দালাল সিজিল মিয়া তাছলিমা বিবিকে সৌদিআরবে একটি প্রাইভেট হাসপাতালের ক্লিনার ৩৫ হাজার টাকা বেতনের কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে গত ২১ মার্চ ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সৌদিআরব পাঠিয়ে দেয়। সৌদিতে সিজিল মিয়ার সহযোগিরা তাছলিমাকে একটি অফিসে বসিয়ে রাখে। তারপর কপিলের (আরবিয়ান) বাসায় নিয়ে যায়।
কপিল তাছলিমাকে খারাপ কাজের প্রস্তাব করলে সে অস্বীকৃতি জানায়। পরে কপিল জোরপূর্বক তাছলিমার সাথে শারীরীক সম্পর্কে লিপ্ত হয়। এই বিষয়টি সৌদি আরব থেকে মোবাইল ফোনে বাংলাদেশে সিজিল মিয়া ও ধন মিয়াকে জানালে তারা তাছলিমার কথা বিশ্বাস করেনি।
আরও পড়ুন: বরগুনায় বাড়াবাড়ি হয়েছে
এভাবে প্রায় প্রতিদিনই তাছলিমার উপর চলতে থাকে অমানুষিক নির্যাতন। তাছলিমা দেশে ফেরত আসার জন্য সিজিল মিয়া ও ধন মিয়াকে বার বার বলার পর তারা তাছলিমার স্বামী ইব্রাহিম মিয়ার কাছে ৮০ হাজার টাকা দাবি করে তাছলিমাকে ফেরত আনার জন্য নতুবা কপিলকে দিয়ে তাছলিমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।
ইব্রাহিম মিয়া কোন উপায় না পেয়ে মানইজ্জত ও প্রাণ রক্ষার ভয়ে অটোরিকশা বিক্রি করে সুদের উপর ঋণ নিয়ে ৮০ হাজার টাকা দেন। দুই মাস সৌদিআরবে বন্ধি অবস্থায় রয়েছে তাছলিমা। তার স্বামী ইব্রাহিম মিয়া ঢাকার এক লোকের মাধ্যমে টিকেটের টাকা পাঠিয়ে তাছলিমাকে দেশে ফেরত আনেন। তাছলিমা দেশে ফেরত আসার পর সিজিল মিয়া ও ধন মিয়ার কাছে টাকা ফেরত চাইতে গেল তারা টাকা ফেরত দিবে বলে কালক্ষেপন করে।
আরও পড়ুন: বাম জোটের হরতালের ডাক
সর্বশেষ গত ১৩ আগষ্ট সিজিল মিয়ার বাড়িতে ধন মিয়াকেও পেয়ে তাদের টাকা ফেরত দেয়ার কথা বললে তারা তাছলিমাকে খুন করার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
সান নিউজ/এমআর