সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় যাথাযোগ্য মর্যাদায় ৪৭তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন।
এছাড়া মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।
এছাড়া বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় দিনটি যাথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সান নিউজ/কেএমএল