এম.এ আজিজ রাসেল : নরমাল ডেলিভারীতে অতিরিক্ত বিল আদায় করা হয়েছে দাবী করে গত ২৫ জুলাই কক্সবাজার শহরের জেনারেল হাসপাতালের বিরুদ্ধে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ে অভিযোগ দেন জনৈক আশরাফ ইলাহী।
আরও পড়ুন : টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব
বিষয়টি নিয়ে ১১ আগষ্ট উভয়পক্ষকে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ে শুনানীর জন্য ডাকা হয়। কিন্তু সেদিন হাসপাতাল কর্তৃপক্ষ সময় চায়।
শনিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় সেই শুনানি অনুষ্ঠিত হয়। এতে জেনারেল হাসপাতালের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি প্রমানিত হওয়ায় কর্তৃপক্ষকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসাইন বলেন, কোন প্রকার সেবার মূল্য উল্লেখ না করেই জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগকারীর থেকে সেবার মূল্য গ্রহণ করা এবং রোগীর নরমাল ডেলিভারি হলেও অভিযুক্ত প্রতিষ্ঠান সার্জন টিম চার্জ বাবদ ১২ হাজার টাকা আদায় করা যা ভোক্তা—অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই কারণে জরিমানা করা হয়েছে। জরিমানার থেকে অভিযোগকারীকে ৮ হাজার টাকা দেয়া হয়েছে।
আরও পড়ুন : ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন
তিনি আরও বলেন, শনিবার বিকেলে আমরা আরও ৩ টি দোকান থেকে জরিমানা আদায় করেছি। এগুলো হলো শহরের খুরুশকুল রোডের আল মদিনা কৃষি বিতানকে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে ইউরিয়া সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারণে ৩ হাজার টাকা ,সৌক সুপার সপকে মোড়কের গায়ে পণ্যের মেয়াদ আর খুচরা মূল্য না থাকায় ৩ হাজার টাকা এবং খুরুশকুলের মাম্মী এন্টারপ্রাইজকে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সান নিউজ/এইচএন