সারাদেশ

যশোরে স্বামী হত্যার অভিযোগে প্রথম স্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক:

যশোর: স্বামীকে হত্যার অভিযোগে প্রথম স্ত্রীর বিরুদ্ধে মামলা করছেন দ্বিতীয় স্ত্রী। বৃহস্পতিবার (১৬ জুলাই) যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন বাঘারপাড়া উপজেলার মৃত মণি বাবু বিশ্বাসের (৬০) দ্বিতীয় স্ত্রী অঞ্জনা রানী।

মামলায় মণি বাবুর প্রথম স্ত্রী মালেনি রানী বিশ্বাসসহ নয়জনকে আসামি করা হয়েছে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালত আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে মামলা সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দিতে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, মণি বাবু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করার পর থেকে তার প্রথম স্ত্রী মালেনি রানী ক্ষিপ্ত ছিলেন। তিনি মণি বাবুর সম্পত্তি দখলের চেষ্টা করেন। প্রথম স্ত্রী মালেনি রানী তার নামে দলিল করে দিতে স্বামীকে হুমকি দিতেন। এক পর্যায়ে ২২ এপ্রিলের মধ্যে প্রথম স্ত্রীর নামে জমি দলিল তৈরির সময় বেঁধে দেওয়া হয়। এজন্য গত ২১ এপ্রিল মণি বাবু বাঘারপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। আর গত ১৯ মে রাতে ঘুর্ণিঝড় আম্পানের মধ্যে মণি বাবুকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মণি বাবু হৃদরোগে মারা গেছেন বলে প্রচার করে পরদিন তার মরদেহ বাড়ির পাশে মাটিচাপা দিয়ে রাখা হয়।

মামলার বাদিনী অঞ্জনা রানী বলেন, ‘আমি বাঘারপাড়া থানায় মামলা করতে গিয়েছিলাম। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া হত্যা মামলা নিতে অস্বীকার করে থানা। কিন্তু ময়না তদন্তের ক্ষেত্রে কবর থেকে মরদেহ উত্তোলন আদালতের নির্দেশনা ছাড়া সম্ভব ছিল না। কিন্তু আদালত বন্ধ ছিল। তাই আমি প্রায় দুই মাস পর এই মামলা করেছি। আমি স্বামী হত্যার বিচার চাই।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা