নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: পদ্মা নদীতে দ্বিতীয় দফায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে উজানের পানি। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ২৫ সেন্টিমিটার বেড়েছে, বর্তমানে যা বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নদ-নদীর পানিও বেড়েছে।
জেলায় চার উপজেলার ২০টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক। ফলে গ্রাম থেকে শহরে আসা মানুষগুলোকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এবারের পানি বৃদ্ধির হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি ঢুকছে।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, ‘আমার ইউনিয়নের ৭০ শতাংশই পানিতে তলিয়ে গেছে। কৃষকের ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে।’
সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০টি গ্রামের মানুুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক জায়গায় আঞ্চলিক সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে। সেখানকার মানুষগুলো মানবিক জীবন যাপন করছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ‘এই মুহূর্তে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আমরা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। দুর্গতরা প্রয়োজন মনে করলে এখনই সেখানে আশ্রয় নিতে পারেন। পর্যাপ্ত শুকনা খাবারও রয়েছে।’
সান নিউজ/ এআর