কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ৯ জুয়ারি ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। বুধবার (১০ ) গভীর রাতে এসআই মোঃ মশিউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গরু পাচার মামলায় মণ্ডল গ্রেফতার
পুলিশ জানায়, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামস্থ আব্দুল কাইয়ুমের পশ্চিম দুয়ারী চৌচালা টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় হোকডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের মৃত মোসলেম আলী শাহ্ ফকিরের পুত্র মোঃ আব্দুল কাইয়ুম ফকির (৫৫), হোকডাঙ্গা চেয়ারম্যানপাড়া গ্রামের সামছুল হকের পুত্র মোঃ আবু রায়হান (৩৮), রামপ্রসাদ মতিউল্লাহ পাড়া গ্রামের হোসেন আলীর পুত্র মোঃ আবুল কাশেম (৫০), খয়বর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৫২), হোকডাঙ্গা কুমারপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ আবু তালহা (২২) ও হোকডাঙ্গা ফকিরপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র মোঃ মতিয়ার রহমানকে (৩৫) আটক করা হয়।
অপর এক অভিযানে বুড়িবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা দাসপাড়া গ্রামের সানটু দাসের পূর্ব দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার বাচ্চু চন্দ্র দাসের পুত্র সানটু চন্দ্র দাস (৩৫), আব্দুল জলিলের পুত্র মঞ্জুরুল হক (৩২) ও মৃত হানিফ আলীর পুত্র রবিউল ইসলামকে (৩৫) আটক করে পুলিশ।
আরও পড়ুন: ওসির আট তলা বাড়ি, দুদকে সুমন
অপরদিকে, দূর্গাপুর ইউনিয়নের ভেলুর খামার থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বেলাল হোসেন ও মুসলিমপাড়া বোতলা এলাকার জুলফিকার আলীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া খেলার আইনের ৩/৪ ধারায় অপরাধের কারণে তাদের গ্রেফতার করা হয়েছে এবং নিয়মিত আইনে মামলা দিয়ে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/কেএমএল