নিজস্ব প্রতিবেদক
যশোর: করোনাকালে গরিব কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো মহসিন কবীর এবার আম্পানে ক্ষতিগ্রস্ত গৃহহীনদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন।
জেলার শার্শা উপজেলায় মহা ঘুর্ণিঝড়টিতে বসতবাড়ি হারানো অসহায় অনেকে এখনো মাথা গোঁজার ব্যবস্থা করতে পারেননি। এমন ১০০ পরিবারের ঘর সংস্কারে সহায়তা করছেন তিনি।
স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মহসিন কবীর বলেন, ‘যশোরের শার্শা উপজেলায় আমার জন্মস্থান। এখানে ঘুর্ণিঝড় আম্পানে অনেকের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেকে এখনো বিধ্বস্ত বাড়ি ঠিক করতে পারেননি। এজন্য আমি তাদের পাশে দাঁড়িয়েছি। সবমিলে চার লাখ টাকা তাদের দেওয়া হচ্ছে।’
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় ১০০টি পরিবারের তালিকা করেছেন মহসিন কবীর। তাদের মধ্যে ইতোমধ্যে ৬০টি পরিবারকে ঘর সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালেও উপজেলার উলাশী, কায়বা ও গোগা ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ২৪টি পরিবারকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার উলাশী, কায়বা ও গোগা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ূর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ এআর