বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সেলিম ইসলাম (৩২) নামে এক ব্যক্তি মারা গেছে।
আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী
রোববার (৭ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের রেডিও সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। নিহত সেলিম ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সেলিম রেডিও সেন্টার এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। দেখতে পেয়ে আমি তাকে অটো চার্জার যোগে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি এবং ভর্তি করে দিই। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। এতে অবস্থার উন্নতি না হলে তাকে রংপুরে রেফার্ড করলে এর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তিনি মারা যান। কোন এক গাড়ির ধাক্কায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার বিশ্বাস।
আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে
এই বিষয়ে বোদা হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান, কোনো অভিযোগ না থাকায় হাসপাতালের প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি কোন গাড়ির সাথে কিভাবে ঘটেছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সান নিউজ/কেএমএল