আশরাফ আলী ফারুকী : ময়মনসিংহের গফরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
আরও পড়ুন : মংলা-চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারের প্রস্তাব
শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন—গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ,ওসি(তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন,সমবায় কর্মকর্তা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন প্রমুখ।
আরও পড়ুন : অভিজ্ঞদের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩
এছাড়া, এ দিন পৃথক পৃথকভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ শেখ কামালের জন্মদিন পালন করেন।
সান নিউজ/এইচএন