বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নদী সাঁতার কেটে হওয়ার সময় নিহত স্কুল শিক্ষক তৈলক্ষ্য বর্মণের (৪৫) লাশ ৮ কিলোমিটার উজানের বিএডিসি ফার্ম এলাকায় নদী হতে উদ্ধার হয়েছে। রংপুর হতে আসা ডুবুরি দল দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টায় ওই শিক্ষকের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ফিল্মি কায়দায় চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ
এর আগে এর আগে বুধবার (৩ আগস্ট) স্কুল ছুটির পরে সাঁতার কেটে নদী পাড়ি দিয়ে বাড়ি ফেরার সময় নদীর স্রোতে নিখোঁজ হন তিনি। তৈলক্ষ্য বর্মণ ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া একই এলাকার ঘুরবসু বর্মণের ছেলে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেণ্সের অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সকাল ১০ টায় রংপুর থেকে আসা ডুবুরি দল নিখোঁজ হওয়া শিক্ষককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চলাকালীন দুপুরে ঘটনার স্থান থেকে ৮ কিলোমিটার দুরে বিএডিসি কাজিঘাট এলাকায় টাঙ্গন নদীর পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে ওই শিক্ষকের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সান নিউজ/কেএমএল