নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীতে শব্দদূষন নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : সামিয়া রহমানের পদাবনতি অবৈধ
ইকিউএমসি ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
আজ ৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক দরবার হলে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: এস এম কবির হাসান, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান।
আরও পড়ুন : নূর হোসেনের যাবজ্জীবন
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিলিপ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দীন মৃধা,পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন প্রমুখ।
সভায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়। এছাড়া শহরের পাঁচটি স্থানকে চিহ্নিত করে সেখানে শব্দের মাত্রা নির্ধারনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
সান নিউজ/এমআর