নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাইয় গ্রামে সালিশে বৈঠকে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।
আরও পড়ুন : ফিল্মি কায়দায় চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ
বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রামের জাবালে নুর জামে মসজিদের ছাদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- তাইজুদ্দিন বেপারী (৪০) ও সাদ্দাম হোসেন (৩৪)। এদের মধ্যে সাদ্দাম হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : ঢাকা আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
সালিশের হামলার ঘটনায় সদর থানায় সবুজ বেপারী, সালাউদ্দিন বেপারী ও মো. রবিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী তাইজুদ্দিন বেপারী।
অভিযোগ সূত্রে জানা যায়, দু'পক্ষের সাথে পূর্বে বিরোধ থাকায় মিমাংসার জন্য সালিশের আয়োজন করে। বৈঠকের মাঝখানে সবুজ বেপারী সহ তার লোকজন সালিশ না মেনে তাউজুদ্দিন বেপারী ও সাদ্দাম বেপারীর উপর এলোপাতাড়ি মারধর করে। অভিযুক্ত সবুজ বেপারী ইট দিয়ে সাদ্দাম বেপারী মাথায় আঘাত করলে মাথার দুই যায়গা জখম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন : করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
আহতদের চাচাতো ভাই মো. জাকির হোসেন জানান, গেল শনিবার রাত আটটার দিকে মিরেশ্বরাই বাজারে হাসানের দোকানের ভিতরে সার্টার লাগিয়ে তাইজুদ্দিন বেপারীকে বেধরক মারধর করে সবুজ বেপারী। গতকাল বিকেলে ঐ বিষয়টি নিয়েই বসেছিলাম মিমাংসা জন্য। সালিশে মাঝে ওরা অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, সালিশ বৈঠকে হামলার অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/এমআর