রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২ আগস্ট ২০২২ ০৮:৩৮
সর্বশেষ আপডেট ২ আগস্ট ২০২২ ০৮:৩৮

পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে‌ ছেলে রাশেদ মিয়া বাবা‌ আলী আজগর (৬৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাঁচ চারান রাজবাড়ী এলাকায় এ খুনের ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

এ বিষয়ে নিহতের ছোট ভাই একাব্বর আলী বলেন, আমরা পুরাতন বাড়িতে থাকি। খবর পেয়ে এসে দেখি আমার ভাই খাটে পড়ে আছে। তখন আমার ভাতিজাকে জিজ্ঞেস করি কি হয়েছে, তখন সে আমাকে বলে স্ট্রোক করেছে। পরে জানতে পারি সে নিজেই (ভাতিজা) কুড়াল দিয়ে আমার ভাইকে মাথায় কুপ দিয়ে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরে এই ভাতিজা পাগল হয়ে আছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গত ৫ বছর যাবৎ ছেলে রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাত আনুমানিক ১১-১২ টার দিকে তার বাবাকে খুন করে উঠানে ঘরের সিঁড়ির পাশে বসে ছিল। এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ দেয়ায় মারপিট

তিনি আরও বলেন, রাশেদ মিয়া ভোরে ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেন, আপনি মাইকিং করে দেন, আমি আমার বাবাকে খুন করেছি।

পরে আমরা নিহত আজগরের লাশ উদ্ধার করে তার ছেলেকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে তার বাবাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে খুনের বিষয়টি স্বীকার করে বলে তার বাবা বেশিদিন বাঁচবে না এ জন্য তার বাবাকে বলেছে যে তুমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যাও। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা