ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : "মাছ চাষে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৬ ট্রলারে ডাকাতি
শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম, সানোয়ার রাসেল।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম, সানোয়ার রাসেল চাষীদেরকে মৎস্য চাষের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং মাছ চাষের পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতিটি পর্বে চাষিকে বিশেষ সুবিধা প্রদান করতে সোচ্চার থাকবেন বলে আশ্বস্ত করেন।
উল্লেখ্য ২৪ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শরু হয়। সপ্তাহ ব্যাপী ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচী গ্রহণ করে। তাদের গৃহীত কর্মসূচির মধ্যে অন্যতম ছিলো সংবাদ সম্মেলন, বর্ণাঢ্য র্যালী।
আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু
উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী আলোচনা সভা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রর্দশন, লাইসেন্স ছাড়া খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সান নিউজ/এসআই