নিজস্ব প্রতিবেদক:
যশোর: যশোরে আরো ৭৪ জনের নমুনায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৫৯ জনে। যাদের মধ্যে মারা গেছেন ১৫ জন। আর সুস্থ হয়েছেন ৫৬৬ জন, যা মোট আক্রান্ত রোগীর প্রায় অর্ধেক।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২১৪টি নমুনা পরীক্ষা করে নতুন ৭৪টি পজেটিভ হয়। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পরীক্ষার পর বুধবার (১৫ জুলাই) সকালে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার মাগুরারও ৫৮টি নমুনা পরীক্ষা বরা হয়, যার মধ্যে ২৩টির পজেটিভ রেজাল্ট পাওয়া যায় ।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এর আগে যশোর জেলায় মঙ্গলবার ৩৭ জন, সোমবার (১৩ জুলাই) ৬৮ জন ও রোববার (১২ জুলাই) ১৫ জনের শরীরে মেলে এই ভাইরাস। সবমিলিয়ে এখন পর্যন্ত আট উপজেলায় এক হাজার ১৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সান নিউজ/ এআর