মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা পুলিশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে।
আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী
সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা হয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টাসের সাথে যুক্ত ছিল মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
এতে সভাপতিত্ব পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। সভায় পুলিশ সুপার, বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার আহবান জানান।
পুলিশ সুপার বলেন, উন্নত দেশগুলোর মতো আমাদেরও বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগী হতে হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে আরও বেশি সাশ্রয়ী হতে হবে।
আরও পড়ুন : টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, ডিআইও (১) মোহাম্মদ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ (ডিবি) মো. আবুল কালাম আজাদ, আর.আই মো. আশরাফ আলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মুন্সীগঞ্জ জেলার সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্সে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ ভিডিও কনফারেন্সে মাধ্যমে সংযুক্ত ছিলেন।
সান নিউজ/এইচএন