এহসানুল হক, ঈশ্বরগঞ্জ : "নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
আরও পড়ুন : ক্ষমতা ভোগের বস্তু নয়
শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত পরিষদ হলরুমে ওই সংবাদ সম্মেলনে করা হয়।
সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম সানোয়ার রাসেল সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে মাইকিং এর মাধ্যমে প্রচার, ব্যানার, ফেস্টুন, র্যালী, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, পোনামাছ অবমুক্তকরণ, মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎসচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মৎসচাষিদের চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরিক্ষা, বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ ও জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমপনী অনুষ্ঠান ইত্যাদি।
আরও পড়ুন : ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, সাংবাদিক ও মৎস অফিসের বিভিন্ন কর্মচারিগন।
সান নিউজ/এইচএন