কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) পবিত্র কুমার দাস।
আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়
শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। ২৪ জুলাই ব্যানার-ফেষ্টুন সহযোগে সড়ক র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, ব্যক্তি ও উদ্যোক্তাকে পুরস্কার প্রদান এবং পোনামাছ অবমুক্ত করা হবে। মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই অবৈধ জাল, মাছের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। ২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে সহায়তার প্রস্তাব
২৮ জুলাই সুফলভোগীদের প্রশিক্ষণ এবং ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সান নিউজ/এফএ