আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পূর্বের মামলার জেরে ক্ষিপ্ত হয়ে মুদি দোকানে হামলা ও দোকানের মালিক সুরেশ চন্দ্র সরকারকে হত্যার হুমকি দিয়েছেন স্থানীয় কালু মামুদের ছেলে খতিবুল ইসলাম ও তাঁর লোকজন।
আরও পড়ুন: এডিসি লাবনীর আত্মহত্যার নেপথ্যে
শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪ টায় বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ পন্ডিত পাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সুরেশ চন্দ্র সরকার লিখিত বক্তব্যে বলেন, ‘আমি চান্দিয়ার পাড় এলাকায় মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করছি। আমার প্রতিবেশি খতিবুল ইসলামের সাথে আগে থেকে মন্দিরের জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে।’
তিনি বলেন, ‘এ মামলাকে ইস্যু করে খতিবুল ইসলাম ও তাঁর স্ত্রী মুন্নি বেগম অজ্ঞাত ১০-১২জন লোক নিয়ে গত বুধবার (২০ জুলাই) আমার দোকানে এসে প্রথমে গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করায় তাঁরা আমার দোকানে হামলা চালায় এবং চলে যাওয়ার সময় আমাকে খুন, গুমসহ নানা হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনা পরের দিন আমি সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছি।’
আরও পড়ুন: আপত্তি প্রশ্নে রায় দেবে আইসিজে
তিনি আরও বলেন, ‘তাঁরা এখনও এসব হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। আমি ধারনা করছি আমার বা আমার পরিবারের সদস্যের যে কোন সময় তাঁরা অনাকাঙ্খিত ক্ষতি করতে পারে। আমিসহ আমার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তাই পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
সান নিউজ/এফএ