নিজস্ব প্রতিনিধি :
করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ দুই আসনে মোটরসাইকেল ছাড়াও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া অপরাধের বিচার কাজ সম্পন্ন করতে চারজন বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হয়েছে।
সকাল থেকে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ভোট নেওয়া হচ্ছে। অনেক কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
বগুড়া-১ আসনে এবার ১২৩টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। বন্যার কারণে ১৪টি ভোটকেন্দ্র অন্যত্র স্থানান্তর হয়েছে। এ আসনে ভোটার রয়েছেন তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন।
এ উপ-নির্বাচনে সরে দাঁড়িয়েছেন বিএনপির প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ)। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।
ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন ১২৩ জন প্রিসাইডিং অফিসার, ৭১০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও এক হাজার ৪২০ জন পোলিং অফিসার।
প্রতিটি কেন্দ্রে পুলিশের চার সদস্যের পাশাপাশি ১২ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছেন পাঁচ পুলিশ ও ১২ জন আনসার সদস্য। রয়েছে স্টাইকিং ফোর্স, একাধিক মোবাইল টিম, র্যা ব ও পুলিশের বিশেষ টহল টিম।
গত ১৮ জানুয়ারি আব্দুল মান্নান মারা গেলে বগুড়া-১ আসনটি শূন্য হয়। এ আসনে ২৯ মার্চ উপ-নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়।
সান নিউজ/সালি