সান নিউজ ডেস্ক : গ্যাস সংকটের কারণে দেশের বৃহৎ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানার (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহে হাজারও মানুষের মৃত্যু
মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রায়ত্ত এ কারখানাটির উৎপাদন বন্ধ হয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বরিশালে বাসচাপায় নারীসহ নিহত ৪
জানা গেছে, সিইউএফএলর ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এবং কদিন ধরে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
সিইউএফএল সূত্র জানায়, কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হয়। সর্বশেষ উৎপাদন হয়েছে ১০০ থেকে ১২০০ মেট্রিক টন। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় পৌনে দুই কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়।
আরও পড়ুন: সহজ ডটকমকে জরিমানা
বার্ষিক ২৪৭০০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতা সম্পন্ন কারখানাটির বেশ কয়েকবার উৎপাদন বন্ধ হয়ে গেলেও পরে উৎপাদন শুরু হয়। সর্বশেষ গত ৩ ডিসেম্বর বন্ধ হয়ে যাওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি ফের রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল।
সান নিউজ/এফএ