নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: শহরতলীর সিঅ্যান্ডবি ঘাটের অবৈধ বালির ব্যবসায়ী ও চাঁদাবাজ প্রবল ক্ষমতাধর আবু ফকিরকে তার ৪ সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সহযোগীরা হলেন, খায়রুজ্জামান, লিটন সেক, মেহেদী হাসান ও মোরাদ মোল্লা।
রোববার (১২ জুলাই) রাতে ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘাট এলাকার লোকজন জানান, শহরের এক নেতার নির্দেশে সিঅ্যান্ডবি ঘাটের পুরো নিয়ন্ত্রণ নিয়ে বালিসহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে আসছিলেন আবু। তাকে চাঁদা না দিয়ে কেউ সেখানে কাজ করতে পারতেন না।
পুলিশ জানায়, সহযোগীসহ আবু ফকিরের বিরুদ্ধে গত বছরের নভেম্বর মাসে ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালত ভাংচুর, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বেশ কিছুদিন পলাতক ছিলেন আবু ফকির। রোববার রাতে ঘাটে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. শহিদুল জানান, গত বছরের ১৫ নভেম্বর ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালত ভাংচুরের মামলায় জামিন নেননি গ্রেপ্তারকৃতরা। চার্জশিট হয়ে যাওয়া ওই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেব।’
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফকির বলেন, ‘একক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন আবু। তার অত্যাচার থেকে আমরা কেউ রক্ষা পাইনি। তিনি ঘাটের সবক্ষেত্র থেকে চাঁদা তুলে বেড়াতেন। প্রতিবাদ করলে আমার ও পরিবারের ওপর হামলা চালান তার লোকজন। তার নেতৃত্বে আমাদের ইউনিয়ন পরিষদের অফিস ও গ্রাম আদালত ভাংচুর করা হয়।’
সান নিউজ/ এআর