কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে সোহেল রানা ও রানু বাবু নামে দুই মাদক ব্যবসায়ীকে হিরোইন ও ইয়াবাসহ আটক করেছে উলিপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির।
আরও পড়ুন: ২৩ বছরের সংসারের ইতি!
সোমবার (১৮ জুলাই) আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে সোহেল রানা (১৯) পৌরসভার হায়াৎখা এলাকার আনচার আলীর পুত্র। অপর মাদক ব্যবসায়ী রানু বাবু (১৯) নিজাইখামার বাকরেরহাট এলাকার নজরুল ইসলামের পুত্র।
জানা গেছে, রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টায় উলিপুর পৌরসভাধীন ঢাকা বাস-টার্মিনালের পূর্ব পার্শ্বে জনৈক ব্যক্তির মার্কেটের পিছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় স্থানীয় জনতা দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করাবস্থায় আটক করে মারপিট করে। পরে খবর পেয়ে উলিপুর থানার এসআই হারিছুর রহমানের পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দেহ তল্লাশী করে মাদক ব্যবসায়ী সোহেল রানাকে (১৯) ৮ পুরিয়া হেরোইন, ৬ পিস ইয়াবা ও অপর মাদক ব্যবসায়ী রানু বাবুকে (১৯) ৭ পুরিয়া হেরোইন, ৫পিস ইয়াবাসহ আটক করা হয়।
আরও পড়ুন: বিএনপি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা চায়
পুলিশ জানায়, তারা পরস্পরের সহায়তায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান হতে অবৈধ মাদক হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে, মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রয় করতো। স্থানীয়রা তাদের মাদক ব্যবসায় বাধা প্রদান করলেও তারা কর্ণপাত করেনি। যার ফলে এলাকায় ছোট-খাটো চুরি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/কেএমএল