কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম উলিপুরে ঈদ পরবর্তীতে ৪৫ টি গরু জবাই করে হত দরিদ্রদের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : লঙ্কান প্রেসিডেন্ট মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে
সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভ্যান্সমেন্ট ইন বাংলাদেশ (SAWAB) এর সার্বিক সহযোগিতায় ঈদের পরের দিন সোমবার (১১ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত উলিপুর পৌরসভা, থেতরাই, গুনাইগাছ, বজরা, দলদলিয়া ও ধরনীবাড়ী ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রামে এসব গোস্ত বিতরণ করা হয়।
সংগঠনটির নিরলস প্রচেষ্টায় প্রতিটি পরিবারকে এক কেজি করে গোস্ত পৌঁছে দেয়া হয়। চারদিন ব্যাপি এই কর্মযজ্ঞ চলে তাদের।
আরও পড়ুন : শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী
ইঞ্জিনিয়ার শাহ আজিজুর রহমান তরুণের উদ্যোগে, SAWAB'র সহকারী কো-অর্ডিনেটর খোরশেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, মানবতার ঘর ও পাঠাগার এর সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন : শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান
এ বিষয়ে SAWAB এর সহকারী কো-অর্ডিনেটর খোরশেদ আলম বলেন, এ উপজেলার হতদরিদ্র মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এ উদ্যোগ। বিশেষ করে যারা কোরবানি দিতে পারে নাই ওই সব পরিবারের মানুষদের কোরবানির গোস্ত খাওয়ার একটি বিশেষ সুযোগ সৃষ্টি করে দেয়াই আমাদের লক্ষ্য।
সান নিউজ/এইচএন