সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে উপজেলায় হাসপাতাল থেকে রিমা প্রামাণিক (১৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে হাসপাতালের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
রিমা পার্শ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। তিনি ভৈরবের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক সেন্টারে নার্স হিসেবে দুই বছর ধরে কর্মরত ছিলেন।
রিমার বড় বোন তনিমা প্রামাণিক বলেন, গত বুধবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে রিমা। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের ফোনে বাড়ি থেকে হাসপাতালে যায় সে। আজ (সোমবার) সকালে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় আমার বোন আত্মহত্যা করেছে। আমি এসে তাকে দেখি তার গলায় উড়না প্যাঁচানোর দাগ। কিন্তু বিছানায় শোয়া। রিমার মৃত্যু আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।
আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. গোলাম মোস্তফা জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতালের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/কেএমএল