নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খালে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকাল সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে ঢাকার মহাখালী যাওয়ার পথে তিতাস পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খালের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে তারা সবাই শঙ্কামুক্ত।
দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট শিবুনাথ সরকার বলেন, রেকার নিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি ওঠানোর চেষ্টা চলছে। ওঠানোর পর কোনো যাত্রী আটকা পড়ে আছেন কি না সেটি নিশ্চিত হওয়া যাবে।
সান নিউজ/ এআর