নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া: বেসরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিধান মেনে নিয়োগকৃত অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ সংলগ্ন সড়কে স্বাস্থ্যবিধি রক্ষা করে বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেন।
অনার্স-মাস্টার্স শিক্ষক ফেরামের জেলা সভাপতি মোহাম্মদ বকুল মিয়া হাজারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি মো.আবদুল বাতেন ও সুমী আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শিক্ষক কাউসার সরদার, উমর ফারুক রাসেল ও মো.মনির হোসেন।
সভাপতি মোহাম্মদ বকুল মিয়া হাজারী বলেন, ‘আমরা সর্বোচ্চ শিক্ষা নিয়ে সব বিধি-বিধান মেনে বেসরকারি কলেজে অনার্স কোর্সের শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। কলেজ থেকে অতি অল্প বেতনে চাকরি করছি। কিন্তু করোনার এই দু:সময়ে সব কলেজ সময়মতো বেতন দিতে পারছে না। আবার করোনার কারণে ব্যক্তিগত টিউশনিও বন্ধ হয়ে আছে। এ অবস্থায় সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষক হয়েও আমরা মানবেতর জীবনযাপন করছি। মানবতার মা প্রধানমন্ত্রীর কাছে আমাদের এমপিওভুক্তির আকুল আবেদন জানাচ্ছি।’
সান নিউজ/ এআর