এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১২ জন রোগীকে ৫০ হাজার করে ৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ সমাজ সেবা অফিসের কর্মকর্তা -কর্মচারী ও ক্যান্সার আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভোগান্তিহীন ঈদযাত্রা
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে ১২ জন অসহায়-দরিদ্র রোগীর মধ্যে ১০ জনকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। একজন অনুপস্থিত ছিলেন, তার সাথে যোগাযোগ করা হয়েছে। অপর জন মৃত্যু বরণ করায় তার টাকা অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সান নিউজ/এফএ