সান নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি
রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নং গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মুহরির ছেলে আজিম (১৬), খাদিমপাড়ার পিরেরবাজার পুরান বাড়ির আব্দুল আহাদের ছেলে জাছিম আহমদ (১৬) ও টিলাগড়ের সুবেদুর রহমান মুন্নার ছেলে ফাহিম (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১ জন, হাসপাতালে নেওয়ার পথে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মোটরবাইক নিয়ে অন্য জেলায় যাওয়া যাবে না
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরবর্তীতে আরও দুইজন মারা যান। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/কেএমএল