টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি নৌকা। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুর আহমদের ছেলে।
গতকাল শুক্রবার রাতে উনচিপ্রাং নাফনদী সংলগ্ন আন নুরের চিংড়ি ঘের এলাকা থেকে এসব মাদকসহ তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফনদ সংলগ্ন আন নূরের ঘের এলাকা অবস্থান করে বিজিবি জওয়ানরা। সন্ধ্যায় মিয়ানমার হতে একটি হস্ত চালিত নৌকা বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টলদল ধাওয়া করে। এসময় এক ব্যক্তি নৌকা হতে লাফিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে নৌকার পাটাতনের নিচ হতে ৩০ হাজার ও বেড়িবাঁধের মাটির নিচ হতে ২০ হাজার ইয়াবা ও ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ নৌকাটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ৬ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা।
সান নিউজ/এনকে