নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে রেজওয়ানুল হক শুকরু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । এ সময় আরো আহত হয়েছেন ।তিনি নিহতের বড় ভাই মহরুল হক (৪২)।
আরও পড়ুন : স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা
শনিবার (০২ জুলাই) দুপুরে উপজেলার কষামন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা দুইজন উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের কষা মন্ডলপাড়া গ্রামের ভানু মোহাম্মদ সৈয়দ আলী জামিল উদ্দিনের ছেলে।
ইউপি সদস্য শামীম হোসেন বাদশা জানান, শনিবার দুপুরে ২ ভাই বাড়ির পাশে জমিতে আমন ধানের চারা লাগাচ্ছিলেন।
আরও পড়ুন : ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ
এ সময় ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে শুকরু মারা যায়। এ সময় নিহতের বড়ভাই মহরুল হক ঝলসে যায়। তাকে নিজ বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বজ্রপাতে মৃত্যু ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোষারাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা।
আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু
বিষয়টি জানতে চাইলে, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোন খবর আসেনি। বিষয়টি খোঁজ নেওয়া হবে।
সান নিউজ/এইচএন