নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জ: প্রণোদনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন করোনায় ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা।
শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শতাধিক শিক্ষক অংশ নেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, গোপালগঞ্জ শাখার সভাপতি মো. জাকারিয়া ইসলাম, টুঙ্গিপাড়া শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম টুটুল প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।
বক্তারা করোনাকালে প্রতিষ্ঠান থেকে ঠিকমতো বেতন-ভাতা না পেয়ে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত বরাবর প্রণোদনা দেওয়ার দাবি জানান।
সান নিউজ/ এআর