গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ‘রাষ্ট্রব্যাপী পণ্যদুস্য হাত, বাঁচাও আমার শিক্ষা ধারাপাত’ এই শ্লোগানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে ‘স্কুল কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: শনিবার ব্যাংক খোলা
শুক্রবার (১ জুলাই) বিকাল ৩ টায় স্থানীয় অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন।
কনভেনশনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি এনামুল হাসান অনয়। সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রিতম ফকির, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি বাহাউদ্দিন শুভ, উপজেলা কমিটির সাবেক সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: সুদানে জান্তাবিরোধী বিক্ষোভে নিহত ৮
বক্তারা, চলমান বহুধাবিভক্ত পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর জোর দাবী জানিয়েছেন। পাশাপাশি ড. খুদরত ই খুদা শিক্ষা ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের তাগিদ জানিয়েছেন তাঁরা।
অনুষ্ঠানে শিক্ষা রিপোর্ট ও ২১ দফা দাবী উত্থাপন করেন ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সদস্য শান্ত দত্ত।
কনভেনশনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হারুন-আল-বারী, মুজিবুর রহমান ফকির, রিয়াজুল হাসনাত, আব্দুল লতিফ, ওবায়দুর রহমান, আবুল কাশেম, নারী নেত্রী মমতাজ বেগম, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি শওকত আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক ফারজানা শেখ ঝুমি, সাংগঠনিক সম্পাদক শিপন হৃদয়।
আরও পড়ুন: জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য
এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সরকারী কলেজের শিক্ষার্থী নবী হোসেন, সাংবাদিক আজম জহিরুল ইসলাম, মোখলেছুর রহমান, উপজেলা কমিটির সহ-সভাপতি অর্ক দত্ত, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সম্পাদক অর্পিতা কবির এ্যানি, এমদাদুল হক, সদস্য প্রীতম, রিজন, সাগরসহ স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
সান নিউজ/এফএ