শফিক স্বপন : মাদারীপুরের কালকিনিতে দেশের বিভিন্ন জেলার ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় দুইটি পিকআপসহ চারটি গরু উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী
বৃহস্পতিবার (৩০ জুন) গভীর রাতে উপজেলার মৌলভী বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বজরুশাহ গ্রামের মিন্টু সরদারের ছেলে সজিব সরদার (২৮), সিলেটের দক্ষিন সুরমা থানা এলাকার বেটুকরপার গ্রামের তাজ আলী মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৮), পিরোজপুরের মঠবাড়ীয়া থানা এলাকার দানিসাপা গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (৩২), মানিকগঞ্জের সিংরাইল থানা এলাকার বাজিপাড়া গ্রামের জুলমতের ছেলে মোঃ সাকিব (১৬) ও ঢাকার মিরপুর দারুসসালাম এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমন (২০)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোলচত্বরের পাসে একটি গরুর খামার নির্মাণ করেন মুন্সীগঞ্জের জামাল বেপারীর ছেলে রাব্বি বেপারী। রাতে রাব্বির খামারে ডাকাতচক্রের ওই সদস্যরা উপস্থিত হন। পরে ডাকাতরা খামারে থাকা ব্যবসায়ী রাব্বি, আলভী ও রাতুলকে রশি দিয়ে বেঁধে ফেলে রাখে।
আরও পড়ুন: ভারতের পথে হাটছে পাকিস্তান!
এসময় খামারে থাকা ৪টি গরু দুইটি পিকআপে উঠিয়ে নিয়ে রওনা দেয় ডকাতরা। পরে রাব্বি থানা পুলিশকে ফোন দিলে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মৌলভী বাজার থেকে তাদেরকে আটক করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, ডাকাত দলের ৫ জন সদস্যকে আটক করা হয়েছে। এসময় দুইটি পিকআপসহ ৪টি গরু উদ্ধার করা হয়।
সান নিউজ/এফএ