মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আদালত প্রাঙ্গনে প্রায় ৫০ লাখ টাকার মাদক ও দেশীয় অস্ত্র ধ্বংস করা হয়েছে। আদালতে চলমান ও নিস্পত্তি হয়ে যাওয়া মামলার এ সমস্ত আলামত মাদক ও দেশীয় অস্ত্র ধ্বংস করা হয়।
বুধবার (২৯ জুন) বিকেল ৪ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালত ভবনের দক্ষিণ পাশে এসব আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামতের মধ্যে ১১৪ কেজি গাঁজা, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল ফেন্সিডিল, ৪০ ক্যান বিয়ার, ৫ লিটার চোলাই মদ, ৩৮৮টি টেঁটা ও ৮টি ঢাল রয়েছে।
এর মধ্যে গাঁজা ও দেশীয় টেঁটা আগুনে পুরিয়ে ইয়াবা ট্যাবলেট পানিতে ডুবিয়ে, ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আলামত ধ্বংস কমিটির সভাপতি আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী কামরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মানিক দাস, র্যাব-১০ এসআই মীর হোসেন, এসআই বাশার, এসআই ইসফাত আরা খানম প্রমুখ।
এ ব্যাপারে জেলা কোর্টের মালখানার দায়িত্বরত এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতে চলমান ও শেষ হয়ে যাওয়া ৮২ টি মামলার আলামত ১১৪ কেজি গাঁজা, ৫০পিচ ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল ফেন্সিডিল, ৪০ ক্যান বিয়ার, ৫ লিটার চোলাই মদ, ৩৮৮ টি টেঁটা ও ৮টি ঢাল বিচারকের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এসব মাদক ও দেশী অস্ত্র জেলার বিভিন্ন থানার পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে উদ্ধার করে ইতিপুর্বে আদালতে প্রেরণ করে।
সান নিউজ/এনকে