ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির বাসন্ডা নদীতে ডুবে যাওয়ার একদিন পর হাসান নামের দেড় বছরের শিশুর ভাসমান মরদেহ উদ্বার করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার
সোমবার (২৭ জুন) দুপুরে পৌর এলাকার নেছারাবাদ মহিলা মাদ্রাসার সামনে বাসন্ডা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কুদ্দুস হাওলাদার বলেন, বাসন্ডা নদীর তীরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে শিশুর স্বজনরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্বার করেছে।
নিহত শিশুটির বাবা মামুন সরদার বলেন, ‘রোববার (২৬ জুন) সকাল সাড়ে নয়টায় ঝালকাঠির বাসন্ডা নদীতে পেতে রাখা জাল তুলতে ছিলাম। নৌকায় আমার স্ত্রী সুমী বেগম এবং একমাত্র ছেলে হাসান ছিলো। ঘটনার সময় আমার সাথে স্ত্রীও নৌকায় জাল তুলতে ছিলো। নৌকার মধ্যেই খেলতে খেলতে হঠাৎ বাচ্চাটি পানিতে পরে যায়।’
আরও পড়ুন: বেড়েছে মৃত্যু ও শনাক্ত
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে আমরা এবং বরিশাল নৌ-ফায়ার ষ্টেশনের ডুবুরীদল নিখোঁজ শিশুরটি উদ্ধারে সন্ধান চালাই।’
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সান নিউজ/এফএ