সান নিউজ ডেস্ক : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করেছে সেতু কর্তৃপক্ষ। তাই পিকআপে পদ্মা সেতু পারাপার হচ্ছে মোটরসাইকেল।
আরও পড়ুন: পাল্টে গেছে পদ্মা সেতুর চিত্র
সোমবার (২৭ জুন) সকাল থেকে বিকল্প পদ্ধতিতে সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকরা।
টোল প্লাজা থেকে ফেরত যাচ্ছে অসংখ্য মোটরসাইকেল। তবে জরুরি প্রয়োজনে আসা মোটরসাইকেল চালকরা অতিরিক্ত টাকায় পিকআপ ভাড়া নিয়ে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক চালককে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
এছাড়া সেতুর আশপাশে মাইকিং করে যাত্রীদের সতর্ক করছেন সেনাবাহিনীর সদস্যরা। সেতুতে যানবাহন থামিয়ে ছবি তোলা ও ভিডিও না করার আহ্বান জানান তারা।
এক মোটরসাইকেল চালক বলেন, ‘সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, তা আমি জানতাম না। পরে ৪০০ টাকা দিয়ে পিকআপে মোটরসাইকেল পার করেছি।’
আরও পড়ুন: প্রথম দিনেই ২ কোটি টাকার টোল আদায়
পুলিশ জানায়, সকাল থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পার হতে পারছে না। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার কারণে সেতু কর্তৃপক্ষ মোটরসাইকেল চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছে। নিষেধাজ্ঞা শিথিল হলে পুনরায় মোটরসাইকেল চলাচল শুরু হবে।
সান নিউজ/এফএ