ভোলা প্রতিনিধি : ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর এইচএফ এবং ভিএইচএফ ওয়্যারলেস অপারেটরদের ওয়্যারলেস সেট রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত
রবিবার (২৬ জুন ) ভোলা জেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষন শুরু হয়।
এতে বিভিন্ন উপজেলার ওয়্যারলেস অপারেটর ও সিপিপির প্রচার করা স্বেচ্ছাসেবকসহ ২৫ জন অংশগ্রহণ করেন। সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিপিপি প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন) মো: নূর ইসলাম খান অসি।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলা জেলার উপ-পরিচালক মো: আব্দুর রশীদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন।
আরও পড়ুন: ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের কর্মকর্তা আব্দুল বারী পারভেজ, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা সদর উপজেলার সিপিপি টিম লিডার মো: আবুল হাসানাত (তসলিম)।
কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিপিপি'র সহকারী রেডিও ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ হোসেন।
সান নিউজ/এফএ