মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলায় আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন ময়মনসিংহ এর উদ্যোগে কলমাকান্দা উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে ১হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়
শনিবার (২৫ জুন) উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশিদ ও পরিচালক(মাইক্রোফাইনেন্স) সুদেব চন্দ্র রায়, সহকারী পরিচালক (মানব সম্পদ)মোঃশরীফ রায়হান ,সহকারী পরিচালক স্মরণ খান সহ অন্যান্যরা।
আসপাডার সহকারী পরিচালক স্মরণ খান এর তত্ত্বাবধানে শনিবার দিনভর কলমাকান্দায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আসপাডার বিতরনকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল গুড়, মুড়ি, চিড়া,তেল, সাবান, স্যালাইন, ঔষধ, লাইটার, মোমবাতি, ও বিশুদ্ধ খাবার পানি।
আরও পড়ুন : বন্যায় মৃত্যু বেড়ে ৮৪
ত্রাণ বিতরণ কার্যক্রমে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব আব্দুর রশিদ সাহেব জানান, তারা তাদের নিজস্ব অর্থায়নে কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭টি গ্রামে বানভাসি মানুষের কাছে এসব নিত্য প্রয়োজনিয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।
সান নিউজ/এইচএন