এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার সকাল দশ টায় বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাছিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে তিনি নতুন ইতিহাস তৈরী করছেন।
সান নিউজ/এনকে