আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উদ্যোগে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী সরকারী কলেজ হলরুমে এ কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্নসচিব মো: আলী রেজা সিদ্দিকী্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলার পুলিশ সুপার ( সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: দিদারুল ইসলাম, রংপুর বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন, নীলফামারী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়াও এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনকে