সুমন মিয়া : ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা উপজেলায় পানি বেড়ে যাওয়ায় ১৫টি গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: প্রবাসীকে আনতে গিয়ে নিহত ৩
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ ও ইটনা হাওরের পানি বেড়ে যাওয়ায় চৌগাংগা ও নিয়ামতপুর অফিসের অধীন এলাকাগুলোতে লাইনের ক্লিয়ারেন্স কমে গেছে। তাই নিরাপত্তার স্বার্থে শনিবার (১৮ জুন) রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
জেলার কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে সড়ক, পানি উঠেছে বসতবাড়ি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দোকানপাটে।অনেকে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। গবাদিপশুসহ মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।
আরও পড়ুন: পানি বাড়ছে যমুনায়
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, কিশোরগঞ্জের নদ-নদীর পানি যেভাবে বাড়ছে তাতে সিলেটের মতো কিশোরগঞ্জের অবস্থাও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন পয়েন্টের গড়ে তিন ফুট পর্যন্ত পানি বেড়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সান নিউজকে বলেন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে হাওর অঞ্চল ঘুরে দেখেছি। অনেক এলাকায় পানি প্রবেশ করেছে। সেখানকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনায় উদ্ধার কাজে সেনাবাহিনী
তিনি আরও বলেন, সরকারিভাবে এখন পর্যন্ত দুই হাজার প্যাকেট শুকনা খাবার, ১৪০ টন চাল ও নগদ আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সান নিউজ/এফএ