ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নরসুন্দর পঙ্কজ শীল (৩২) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নরসুন্দর সমবায় সমিতি ।
আরও পড়ুন : ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু
বুধবার (১৫ জুন) সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পঙ্কজ শীলের হত্যারীদের গ্রেফতার দাবি করেন। এ সময় নিহত পঙ্কজশীলের শিশু কন্যাসহ স্বজনরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি
প্রসঙ্গত, গত রবিবার (১২ জুন ) রাতে নলছিটির কুলকাঠি ইউনিয়নের বাড়ৈকরন খাল থেকে পঙ্কজের বস্তাবন্দি হাত পা বাধা লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : ঢাকায় ফ্ল্যাট মালিকদের সবার কালো টাকা আছে
পঙ্কজ ঝালকাঠি শহরে একটি সেলুনে কাজ করতো। তার বাসা ঝালকাঠি শহরের শীতলাখোলা এলাকায়। ঘটনার দিন সে বাড়ৈকরন গ্রামের কাছাকাছি তার শ্বশুর বাড়ীতে অবস্থান করছিলো।
সান নিউজ/এইচএন