শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ বলেন, পদ্মা সেতু বিশ্বের দরবারে অনন্য মাইল ফলক। সেতু উদ্বোধনের পর মাদারীপুরের দৃশ্য পাল্টে যাবে। এখানে অনেক পর্যটক প্রবেশে করবে। তাই নিজ নিজ ডোবা, পুকুর পরিস্কার করে সৌন্দর্য বর্ধনে সহযোগিতা করুন।
রোববার (১২ জুন) সকালে মাদারীপুর পৌরসভা আয়োজিত ৩নং ওয়ার্ডের সবুজবাগ ২নং পুলিশ ফাড়ি সংলগ্ন পুকুর পাড়ে ‘‘ডেঙ্গু রোগ প্রতিরোধে ঝোপঝাড়, কচুরিপানা পরিস্কার ও মশক নিধন কার্যক্রম” উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, ১নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সাইয়েদা সালমা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার প্রমুখ।
পরে এ কার্যক্রমের আওতায় কুকরাইলস্থ বরিশাল খালেও কচুরী-পানা পরিস্কার করা হয়।
সান নিউজ/এফএ