সান নিউজ ডেস্ক : রাজধানীর প্রগতি সরণি এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না
শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় প্রগতি সরণির কোকাকোলা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলন্ত বাসটিতে আগুন ধরে গেলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইসয়ামিন বলেন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন : সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা
তিনি বলেন, বাসটি নতুন বাজার পার হয়ে টঙ্গীর দিকে যাওয়ার সময় নদ্দা এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সান নিউজ/এফএ