খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলে কিশোরী খাদিজাকে অপহরণ করে ধর্ষণের পর খুনের দায়ে ৩ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় রায়ে দোষী সাব্যস্ত না হওয়ায় একজনকে খালাস দেয়া হয়।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুর টাঙ্গাইল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ ওরফে হৃদয় (২৩) এবং মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)। খালাসপ্রাপ্ত হয়েছেন মেহেদী হাসান টিটু (২৮)।
মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার জয়নগর গ্রামের খোকন মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী খাদেজা খাতুনের সঙ্গে মোবাইলফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কৃষ্ণ চন্দ্র দাসের। ২০২১ সালের ২ আগস্ট বেলা ১১টার দিকে নানিবাড়ি যাওয়ার কথা বলে খাদেজা বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে ভূঞাপুর উপজেলার বীরভরুয়া গ্রামের তারাকান্দি-ভূঞাপুর সড়কের পাশ থেকে খাদেজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর ২০২১ সালের ৬ আগস্ট নিহত খাদেজার বাবা খোকন মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম বেরিয়ে আসে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলি আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজ বৃহস্পতিবার ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। নিহতের পরিবার এই রায়ে খুশি।
সান নিউজ/এনকে